যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নাগরিকদের মত

অর্থনৈতিক সংকট ডেকে আনছেন ট্রাম্প

  • বিশ্ববাণিজ্য
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
অর্থনৈতিক সংকট ডেকে আনছেন ট্রাম্প

বিশ্বজুড়ে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প অর্থনৈতিক সংকট ডেকে আনছেন। এমনকি কানাডা ও মেক্সিকোতে আজকে অর্থনৈতিক সংকটের যে আভাস পাওয়া যাচ্ছে তার জন্য দায়ী ট্রাম্প। এমনটাই মনে করেন এই দুই দেশের বেশির ভাগ নাগরিক। কানাডা ও মেক্সিকোর নাগরিকদের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পক্ষপাতী এবং এখন অনেকেই দেশটিকে আর মিত্র নয়, বরং শত্রু হিসেবে দেখছেন।

গত শনিবার প্রকাশিত দ্য থ্রি অ্যামিগোস সার্ভে নামের একটি জরিপে এই চিত্র দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাঁরা বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন জনগণকে নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। জরিপ অনুসারে ৬৪ শতাংশ কানাডিয়ান ও ৫৯ শতাংশ মেক্সিকান এমনটাই মনে করেন।

তবে এই ভিন্নমত থাকা সত্ত্বেও ৪৩ শতাংশ কানাডিয়ান ও ৩৫ শতাংশ মেক্সিকান যুক্তরাষ্ট্রকে এখন শত্রু দেশ হিসেবে বিবেচনা করছেন।

শুল্কসংক্রান্ত বিষয়ে ৮৭ শতাংশ কানাডিয়ান ও ৮৪ শতাংশ মেক্সিকান মনে করেন যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর শুল্ক আরোপ তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও শুল্ক নিয়ে বিভক্ত মতামত পোষণ করেছেন। ৫২ শতাংশ মনে করেন এসব শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে ২৯ শতাংশ মনে করেন এতে ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থনৈতিক ইস্যু নিয়ে এই জরিপটি ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিচালিত হয় কানাডা ও যুক্তরাষ্ট্রে। এতে অংশ নেন যথাক্রমে এক হাজার ৬২৮ জন কানাডিয়ান ও এক হাজার ১৩ জন মার্কিন নাগরিক। পাশাপাশি ২৬ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত মেক্সিকোতে জরিপে অংশ নেন এক হাজার তিনজন, যাঁদের বয়স ছিল ১৮ বা তার বেশি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্কের খড়্গ চাপিয়েছেন, তার ধাক্কা সামলাতে হবে মার্কিনদেরও। গত বুধবার যুক্তরাষ্ট্রে জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে ট্রাম্প দেশটিতে প্রবেশ করা শত শত কোটি ডলারের পণ্যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।

যেসব দেশকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ বলে বিবেচনা করেছেন, সেসব দেশের ওপর তিনি চাপিয়েছেন ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা।

এতে যুক্তরাষ্ট্র বিশ্বের যেসব দেশ থেকে নিয়মিত পণ্য কিনে থাকে সেসব দেশের প্রায় সবাই দেশটিতে রপ্তানি করা পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এতে পোশাক থেকে শুরু করে কফিসব কিছুতেই বাড়তি অর্থ গুনতে হবে যুক্তরাষ্ট্রের মানুষকে। সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

টবি লুটকে

    প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই
শেয়ার
টবি লুটকে

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

ব্যাপকভাবে এআই ব্যবহারের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যেতে পারে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

গ্রাহকরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আর প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবে, তারা পাবে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।
টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো—দুটি ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ