ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

নির্বাচনকে ঘিরে মায়ানমারে গৃহযুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা

  • দুই মাস ধরে জান্তা সরকার চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা জানাচ্ছে
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নির্বাচনকে ঘিরে মায়ানমারে গৃহযুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা

মায়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই জান্তা সরকারের জাতীয় নির্বাচনের পরিকল্পনাকে ঘিরে দেশটিতে সহিংসতা তীব্র হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে অনেকেই নির্বাচনের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষ আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে।

বিশ্লেষক বিদ্রোহী ও কূটনীতিকসহ আট ব্যক্তি জানিয়েছেন, নির্বাচনের আগে উত্তেজনা চরম আকার ধারণ করার অবস্থা তৈরি হয়েছে।

নির্বাচিত বেসামরিক সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা জেনারেলরা আরেকটি নির্বাচন আয়োজনের মাধ্যমে বৈধতা অর্জনের উদ্যোগ নিয়েছে।

দুই মাস ধরে জান্তা সরকার প্রতিবেশীদের কাছে চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা তুলে ধরে আসছে। তারা ভোটার তালিকা প্রস্তুত করার জন্য আদমশুমারি করে ফলাফল প্রকাশ করেছে, আর ভোটের জন্য স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা দিয়েছে।

তাদের এসব পদক্ষেপে ধারণা পাওয়া যাচ্ছে, নির্বাচন আয়োজনের বিষয়টিকে মায়ানমারের জান্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।

কিন্তু গৃহযুদ্ধের এমন এক সময়ে তারা এই উদ্যোগ নিয়েছে, যখন সামরিক বাহিনী দেশজুড়ে নিয়মিতভাবেই একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে।

নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু দেশটির বহু বিরোধী দলকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু পরীক্ষিত, সামরিকপন্থী দলগুলোকেই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে।

কিন্তু দেশব্যাপী নয়, জান্তা ভোটের আয়োজন করতে পারবে শুধু দেশের প্রায় অর্ধেক অংশে। তাদের এসব উদ্যোগ এরই মধ্যেই সমালোচকদের উপহাসের উপলক্ষ হয়েছে, তারা এই নির্বাচনকে ধাপ্পাবাজি বলে আখ্যা দিয়েছে।

সূত্র : দ্য জাপান টাইমস

মন্তব্য

সম্পর্কিত খবর

শুভেচ্ছা বার্তার কার্ড

শেয়ার
শুভেচ্ছা বার্তার কার্ড
পবিত্র রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার গাজা সিটিতে শুভেচ্ছা বার্তার কার্ড বানাচ্ছেন চার ফিলিস্তিনি। সূত্র : এএফপি
মন্তব্য

দক্ষিণ কোরিয়ায় সেতুর কাঠামো ধসে নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
দক্ষিণ কোরিয়ায় সেতুর কাঠামো ধসে নিহত ৪

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি এলাকায় নির্মীয়মাণ মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে আনসেয়ংয়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কটির সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের (১৬৪ ফুট) কাঠামো পর পর ধসে পড়ে। একটি ক্রেন দিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর পর কাঠামোগুলো ভেঙে পড়ে যায়।

আনসেয়ংয়ের দমকল কর্মকর্তা কো কিয়ং-ম্যান জানান, চীনের দুই নাগরিকসহ চারজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে চীনের একজন নাগরিক রয়েছেন। কো কিয়ং আরো বলেন, তাঁরা সেতুতে একটি পাটাতন স্থাপনের কাজ করছিলেন।
যে ১০ জন হতাহত হয়েছেন, তাঁরা সবাই ওই পাটাতনের ওপরে ছিলেন। পাটাতনটি ধসে পড়ার সময় তাঁরা নিচে পড়ে যান। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের মহাসড়ক সেতুর স্তম্ভগুলোর নিচে খণ্ড খণ্ড হয়ে যাওয়া কংক্রিটের স্ল্যাব ও দুমড়েমুচড়ে যাওয়া কাঠামোগুলো পরীক্ষা করতে দেখা গেছে। সূত্র : এএফপি

মন্তব্য

১০ বছর পর মালয়েশিয়ার বিমানের খোঁজে তল্লাশি শুরু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
১০ বছর পর মালয়েশিয়ার বিমানের খোঁজে তল্লাশি শুরু

এক দশকের বেশি সময় পর মালয়েশিয়ার এয়ারলাইনসের এমএইচ৩৭০ বিমানের খোঁজে নতুন করে ওশান ইনফিনিটি সংস্থা তল্লাশি অভিযান শুরু হয়েছে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক গতকাল মঙ্গলবার একথা জানান। বিমান চলাচলের ইতিহাসে এমএইচ৩৭০ ফ্লাইট নিখোঁজের ঘটনা আজও অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার সময় ২৩৯ জন যাত্রীসহ বিমানটি হারিয়ে যায়।

এর পর দীর্ঘ তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি বিমান বা যাত্রীদের কারোরই। পাওয়া যায়নি বিমানের ধ্বংসাবশেষ কিংবা কোনো চিহ্ন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী বলেন, সমুদ্র অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি নিখোঁজ বিমানের জন্য তল্লাশি শুরু করেছে। মালয়েশিয়া সরকার ও ওশান ইনফিনিটি সংস্থার চুক্তির বিশদ বিবরণ এখনো চূড়ান্ত করার কাজ চলছে।
এর মধ্যে বিমানের খোঁজে তল্লাশি চালাতে ওশান ইনফিনিটির তাদের জাহাজ কাজে লাগানো শুরু করে দিয়েছে, সে জন্য তাদের স্বাগত জানিয়েছে মালয়েশিয়া সরকার। অ্যান্থনি লোক জানান, এই অনুসন্ধান অভিযান কত দিন চলবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওশান ইনফিনিটি সংস্থাটি ঠিক কত তারিখ থেকে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তা নিয়ে বিশদ কিছু বলেননি মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী। গত ডিসেম্বরে মালয়েশিয়া সরকার বলেছিল, এমএইচ৩৭০ বিমানের খোঁজে নতুন করে তল্লাশি চালাতে সম্মত হয়েছে তারা।
সূত্র : এরাব নিউজ

মন্তব্য
সংক্ষিপ্ত

আটকে পড়া শ্রমিকদের নিয়ে বাড়ছে উদ্বেগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আটকে পড়া শ্রমিকদের নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতের তেলেঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গে গত শনিবার থেকে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধার করতে প্রচেষ্টা চলছে। সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা আর উদ্বেগ তত বাড়ছে। আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে র‌্যাট হোল মাইনারদের ডেকেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সোমবারই একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

গতকাল মঙ্গলবার আরো একটি দল এসে পৌঁছেছে। গত শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশে ধস নামে। এতে সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভেতরে আটকে পড়েন আটজন। তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চার শ্রমিক রয়েছেন।
তাঁদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। র‌্যাট হোল মাইনারের অন্যতম সদস্য মো. ইরশাদ কুরেশি বলেন, সুড়ঙ্গের ভেতরে কী পরিস্থিতি প্রথমে তা বুঝে নেওয়ার চেষ্টা করছি। তারপর পরিকল্পনামাফিক কাজ শুরু করব। সুড়ঙ্গের ভেতরে পানি এবং কাদা বের করার প্রক্রিয়া চলছে।
কাদামাটির পরিমাণ বেড়ে যাওয়ায় সে কাজও বারবার থমকে যাচ্ছে। উদ্ধারকারীরা বলছেন, আর মাত্র ৪০ মিটারের দূরত্ব পেরোতে পারলেই সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছানো যাবে। কিন্তু এই ৪০ মিটার দূরত্ব পেরোতে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ