জাতিসংঘের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানোর পর বৈশ্বিক সংস্থাটির মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। গত বৃহস্পতিবার মধ্য আমেরিকার দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রোজারিও মুরিলো তাদের এ সিদ্ধান্তকে ‘সার্বভৌম ও অপরিবর্তনীয়’ অ্যাখ্যা দিয়ে বলেন, নিকারাগুয়া এখন থেকে মানবাধিকার কাউন্সিল এবং এর ‘সহযোগী কার্যক্রমের’ কিছুতেই আর অংশ নেবে না। এর আগে বুধবার জাতিসংঘের এক প্রতিবেদন ওর্তেগা ও মুরেলার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিল, তাঁরা তাঁদের দেশকে এমন এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছেন, যেখানে স্বাধীন কোনো প্রতিষ্ঠান আর টিকে নেই। ওর্তেগার সরকার এর আগেও জাতিসংঘ ও আমেরিকা মহাদেশের দেশগুলোর জোট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) একাধিক প্রতিবেদন উপেক্ষা করেছে।