৬টি বরফ কিউবের দাম মাত্র ৮২১৯ টাকা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৬টি বরফ কিউবের দাম মাত্র ৮২১৯ টাকা

বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বরফ দাবি করে আরব আমিরাতের দুবাই শহরের বিভিন্ন বার ও রেস্টুরেন্টে এখন বরপের মাত্র ছয়টি কিউব ২৪৯ দিরহামে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি টাকায় আট হাজার ২১৯ টাকার ওপরে। জাহাজযোগে এসব বরফ আনা হচ্ছে গ্রিনল্যান্ডের কোনো হিমবাহ থেকে। জাহাজের তেল পুড়িয়ে ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এসব বরফ খণ্ড বেচে টাকা কামানোর এই পন্থাটি নানাভাবে সমালোচিত হচ্ছে। দাবি করা হচ্ছে, গ্রিনল্যান্ডের যেসব হিমবাহ থেকে ক্রেনযোগে এসব বরফ আনা হচ্ছে, সেসব হিমবাহের বয়স কমপক্ষে এক লাখ বছর।

ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে, হিমবাহের এসব বরফ গলে গলে সাগরের পানিতে মিশে যাওয়ার চেয়ে অত্যন্ত ব্যয়বহুল পানীয়তে পরিণত হওয়া মোটেও মন্দ কিছু নয়।

গ্রিনল্যান্ড থেকে জাহাজযোগে দুবাইয়ের কিয়ুজ এলাকার নেচারাল আইস ফ্যাক্টরিতে চলতি বছর ২২ টন ওজনের প্রথম বরফ খণ্ডটি আনা হয়। এই ফ্যাক্টরির সহমালিক আহমদ আল মাজরুয়ি বলেন, বরফ খণ্ডটি ফ্যাক্টরিতে পৌঁছার পর এটার আকাশচুম্বী চাহিদা সৃষ্টি হয়েছে।

ত্রিভুজ আকৃতির ও আকাশি রঙের প্যাকেটে ভরে আর্কটিক বরফ কিউব আকারের কাস্টমারের হাতে তুলে দেওয়া হয়।

রমজানে এই কিউবের চাহিদা অনেক বেশি। গত জানুয়ারি থেকেই এই ধরনের বরফ বিক্রি শুরু হয়েছে দুবাইয়ে। বিভিন্ন মদের বারে এই বরফের দাম সবচেয়ে বেশি। ফ্রুট জুসের দোকানেও এই বরফ মিলছে।
এই বরফের স্বাদ চেখে দেখতে ধনীরা এখন বিভিন্ন হোটেলে প্রাইভেট পার্টি আয়োজন করছে। প্রতি দশজনের একটি পার্টিতে খরচ হচ্ছে ৩৫ হাজার দিরহাম। উদ্যোক্তারা জানিয়েছেন, হিমশৈলটির নমুনা গবেষণাগারে পরীক্ষা করে নিশ্চিত হতে হয় কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া এর মধ্যেই নেই। তারপর বরফ গ্রিনল্যান্ড থেকে জাহাজে করে পাঠানো হয় দুবাইয়ে।

আর্কটিক আইস কম্পানির দাবি, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার অভিনব একটি উপায় এটি।

সমালোচকদের মতে, দুবাই এরই মধ্যে নিজস্ব বরফ তৈরি করছে। সে ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানিচালিত জাহাজে হাজার হাজার মাইল দূরে এটি পাঠানোটা মোটেই কাজের কিছু নয়। খুব কম লোকই সম্ভবত তাদের কোক, কফি বা ককটেলের বরফ কোথা থেকে আসছে তা নিয়ে চিন্তা করে। তবে এটি যে একটি বড় ব্যবসা তাতে সন্দেহ নেই। সূত্র : খালিজ টাইমস

 

মন্তব্য

সম্পর্কিত খবর

লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী

শেয়ার
লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী। মিছিলে গাজায় ইসরায়েলের অবরোধ ও পশ্চিম তীরে আক্রমণ বন্ধের দাবি তোলা হয়। ছবি : এএফপি
মন্তব্য

ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই নিহত হয়েছেন। তিনি আবু খাদিজাহ নামেও পরিচিত। ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা তাঁকে (আল-রিফাই) নিরলসভাবে তাড়া করেছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত বৃহস্পতিবার তারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

এতে সেখানে আইএস সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল-রিফাই নিহত হয়েছেন। সেখানে তাঁকে আরেক আইএস সদস্যের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁরা দুজনই অবিস্ফোরিত আত্মঘাতী জ্যাকেট পরে ছিলেন। সূত্র : বিবিসি, আলজাজিরা

মন্তব্য

ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার
ইব্রাহিম রাসুল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না। এই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান। রুবিও অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন।

কাজেই তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো আলোচনা নেই বলেও জানিয়ে দেন তিনি। ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন এই পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।

বৃত্তির জন্য নির্বাচিত অংশগ্রহণকারীরা তাঁদের ধারণা বাস্তবে রূপান্তর করতে বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্স ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির অংশীদারিতে চালু এই উদ্যোগ ২০ থেকে ৩০ বছর বয়সী আমিরাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত। সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ