সম্পর্কিত খবর
মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই নিহত হয়েছেন। তিনি আবু খাদিজাহ নামেও পরিচিত। ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা তাঁকে (আল-রিফাই) নিরলসভাবে তাড়া করেছিলেন।’ মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত বৃহস্পতিবার তারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে বিমান হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না। এই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান। রুবিও অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।