সৌদি আরব গত ২০ ফেব্রুয়ারি সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করেছে, যা দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ অনুমোদন করেছেন। দাবি করা হয়েছিল, সৌদি রিয়ালের প্রতীক উন্মোচন একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশটির মুদ্রার পরিচিতি আরো সুসংহত করবে। নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটাবে। এটি আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত একটি নকশার মাধ্যমে ‘রিয়াল’ শব্দটিকে ফুটিয়ে তুলেছে।
এসব দাবি প্রতিফলন শিগগির বাস্তব হবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথরিটির (সামা) গভর্নর আয়মান আল-সায়ারি বলেছিলেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের আর্থিক পরিচিতিকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সুদৃঢ় করবে। তিনি আরো জানান, নতুন প্রতীকটি আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি কার্যকর করা হবে।
তিনি জানিয়েছিলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো জাতীয় পরিচিতি ও সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করা, জাতীয় মুদ্রার গুরুত্ব তুলে ধরা এবং সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ও জি২০ সদস্য হিসেবে উপস্থাপন করা।
এ ছাড়া এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় সৌদি রিয়ালের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটাবে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রতীক সৌদি রিয়ালকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো সহজে উপস্থাপনের সুযোগ করে দেবে এবং এটি সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহারযোগ্য হবে। নতুন প্রতীকটি অবিলম্বে চালু করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটি ধীরে ধীরে একীভূত করা হবে।
রিয়ালের নতুন প্রতীক নিয়ে সৌদি জনগণের প্রত্যাশাও অনেক। তারা আশা করছে, এই নান্দনিক প্রতীকটি শুধু সৌদি ইতিহাসকেই সমৃদ্ধ করবে না, জাতীয় পরিচয়কেও দৃঢ়তা দান করবে। সৌদি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আয়মান আল-সায়ারি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সৌদি রিয়ালের এই নতুন প্রতীক দেশটির আর্থিক পরিচিতিকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতা প্রদান করবে। সৌদি নাগরিকদের বিশ্বাস, রিয়ালের প্রতীকে আরবি বর্ণমালা থাকার আলাদা গুরুত্ব রয়েছে।
সৌদি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিয়ালের এই প্রতীকটি এখন থেকে ব্যাংকিং সেবা, ট্রেডিং প্ল্যাটফর্ম, অর্থনৈতিক প্রতিবেদন, চুক্তিনামা, ইনভয়েস, রিসিপ্টস, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বাণিজ্যিক লেনদেন, ই-কমার্স স্টোর ও প্রাইস ট্যাগে ব্যবহার করা হবে।
এই প্রতীক ব্যবহারের নীতিমালা তৈরি হচ্ছে। এটা তৈরি ও অনুমোদনের পর প্রতীকটির প্রয়োগ শুরু হবে। সূত্র : অ্যারাব নিউজ