<p>পঞ্চম অধ্যায়<br /> গুণিতক এবং গুণনীয়ক</p> <p>সংক্ষিপ্ত প্রশ্ন<br /> ১। গুণিতক কাকে বলে?<br /> উত্তর : কোনো সংখ্যার সাথে যেকোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে।<br /> ২। যেকোনো সংখ্যার গুণিতক কয়টি?<br /> উত্তর : যেকোনো সংখ্যার গুণিকত অসংখ্য।<br /> ৩। যেকোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক কত?<br /> উত্তর : ওই সংখ্যাটি।<br /> ৪। গুণনীয়ক কাকে বলে?<br /> উত্তর : যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাকে গুণনীয়ক বলে।<br /> ৫। যেকোনো সংখ্যার সবনিম্ন গুণনীয়ক কয়টি?<br /> উত্তর : ২টি।<br /> ৬। ১৮ এর গুণনীয়ক কয়টি ?<br /> উত্তর : ৬টি (১, ২, ৩, ৬, ৯, ১৮)।<br /> ৭। গসাগু বলতে কী বোঝায়?<br /> উত্তর : দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।<br /> ৮। কোন সংখ্যা প্রত্যেক সংখ্যার গুণনীয়ক?<br /> উত্তর : ১।<br /> ৯। যৌগিক সংখ্যার অন্তত কয়টি গুণনীয়ক থাকে?<br /> উত্তর : ৩টি।<br /> ১০। যেকোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কত?<br /> উত্তর : ওই সংখ্যাটি।<br /> ১১। লসাগুর পূর্ণরূপ কী?<br /> উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।<br /> ১২। গসাগুর পূর্ণরূপ কী?<br /> উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।<br /> ১৩। মৌলিক সংখ্যা কাকে বলে?<br /> উত্তর : ১ থেকে বড় যেসব সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন− ২, ৩, ৫, ৭ ইত্যাদি।<br /> ১৪। ৩৭ কোন ধরনের সংখ্যা?<br /> উত্তর : ৩৭ একটি মৌলিক সংখ্যা।<br /> ১৫। ১ থেকে ২০ পর্য়ন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?<br /> উত্তর : ৮টি ( ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯)।<br /> ১৬। কোনো সংখ্যা জোড় হতে হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কগুলো কী কী হতে হবে?<br /> উত্তর : ০, ২, ৪, ৬, ৮।<br /> ১৭। ৪০ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কীরূপ হয়?<br /> উত্তর : ৪০ = ২ × ২ × ২ × ৫।<br /> ১৮। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?<br /> উত্তর : ২।<br /> ১৯। ৫, ৬, ৭, ৮ এর মধ্যে কোনটি ৩ এর গুণিতক?<br /> উত্তর : ৬।<br /> ২০। কোনো সংখ্যার গুণিতক কী?<br /> উত্তর : কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেসব সংখ্যার প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে।<br /> ২১। গুণনীয়কের অপর নাম কী?<br /> উত্তর : উৎপাদক।</p>