গদ্য
কাবুলিওয়ালা
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘কাবুলিওয়ালা’ গল্পে লেখক শুরুতে মিনির বয়স কত বলেছেন?
ক. পাঁচ খ. ছয়
গ. সাত ঘ. আট
২। ‘কাবুলিওয়ালা’ গল্পের লেখক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
৩। রহমত জেল থেকে খালাস পায় কখন?
ক. সকালে খ. বিকেলে
গ. সন্ধ্যায় ঘ. রাতে
৪।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন—
i. শান্তিনিকেতন ii. বিশ্বভারতী
iii. রবীন্দ্রভারতী
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ‘শেষের কবিতা’র রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র
খ. সমরেশ মজুমদার
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬। কাবুলিওয়ালা ঝুড়ির ভেতর থেকে কী বের করে মিনিকে দিত?
ক. চকোলেট খ. বাদাম
গ. পেয়ারা ঘ. কিশমিশ
৭। কাবুলিওয়ালার নাম কী?
ক. গুলজার খ. রহমত
গ. রহমান ঘ. হাসমত
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইয়ানার বাবা খুব করে চেয়েছিল পুত্রসন্তান।
কিন্তু চতুর্থ সন্তান হিসেবে ইয়ানা জন্মগ্রহণ করে। ইয়ানাকে তার বাবা সহ্য করতে পারত না। কিন্তু ইয়ানা বাবার স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল ছিল।
৮।
উদ্দীপকের ইয়ানার বাবার সঙ্গে ‘কাবুলিওয়ালা’ গল্পের কোন চরিত্রের অমিল রয়েছে?
i. রামদয়াল ii. রহমত
iii. মিনির বাবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। উদ্দীপকের সঙ্গে ‘কাবুলিওয়ালা’ গল্পের পার্থক্যের জায়গা কোনটি?
ক. আবেগ খ. ঘৃণা
গ. সন্তানস্নেহ ঘ. পরিমিতিবোধ
১০। কাবুল শহরটি কোন দেশে অবস্থিত?
ক. ভারত খ. পাকিস্তান
গ. নেপাল ঘ. আফগানিস্তান
১১। কবিরা কিসের মতো করে সুন্দর সুন্দর কথা বলেন?
ক. গোলাপের খ. জবার
গ. হাসনাহেনার ঘ. মালতী
১২। ‘কাবুলিওয়ালা’ গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?
ক. মিনির বাবা খ. মিনির মা
গ. রহমত ঘ. রামদয়াল
১৩।
কথার জবাব না দিয়ে চুপ করে থাকা কার স্বভাব বিরুদ্ধ?
ক. মিনি খ. মিনির মা
গ. মিনির বাবা ঘ. রহমত
১৪। ‘অন্তঃপুর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাড়ির সামনের অংশ
খ. বাড়ির পেছনের অংশ
গ. বাড়ির ভেতরের অংশ
ঘ. অন্তর
১৫। লেখক কী দেখে রহমতকে চিনতে পারলেন?
ক. হাসি খ. লম্বা চুল
গ. গোঁফ ঘ. লম্বা চুল
১৬। ‘কাবুলিওয়ালা’ গল্পের মূলকথা কী?
ক. মাতৃস্নেহ খ. দাদার স্নেহ
গ. বিশ্বমানবতা ঘ. সর্বজনীন পিতৃত্ব
১৭। মিনির ক্ষুদ্র আঁচলে পরিপূর্ণ ছিল—
i. খেজুর ii. বাদাম
iii. কিশমিশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কনিকার বয়স সাত বছর। অপরিচিত লোকদের সঙ্গে সঙ্গ দিতে ভালোবাসে সে। কাউকে রাস্তায় দেখলে সে বন্ধু বানাতে চায়।
১৮। উদ্দীপকটি পাঠ্যবইয়ের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. পাখি খ. মরু ভাস্কর
গ. কাবুলিওয়ালা
ঘ. লখার একুশে
১৯। পাঠ্যবইয়ের সঙ্গে সাদৃশ্যের কারণ—
i. কনিকার বন্ধুত্বপূর্ণ আচরণ
ii. কনিকার বয়স
iii. কনিকার স্বভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। মিনিকে কাবুলিওয়ালা কী বলে ডাকত?
ক. খুকি খ. খুঁকি
গ. খোঁকি ঘ. খোকি
২১। কাবুলিওয়ালা পকেট থেকে কী বের করে মেলে ধরল?
ক. কিশমিশ খ. রুমাল
গ. ময়লা কাগজ ঘ. ছেঁড়া টাকা
২২। কাবুলিওয়ালার হাতে কী ছিল?
ক. ঝোলা খ. লাঠি
গ. বাক্স ঘ. বই
২৩। রহমত কোথায় মেওয়া বেচতে আসত?
ক. কলকাতায় খ. দিল্লিতে
গ. মাওয়ায় ঘ. ঢাকায়
২৪। ‘অনর্গল’ শব্দটির অর্থ কী?
ক. বিরাম খ. বিরামহীন
গ. শৃঙ্খল ঘ. ঘরোয়া
২৫। মিনির চিৎকার শুনে কাবুুলিওয়ালা—
i. বাড়ির দিকে আসতে লাগল
ii. হেসে মুখ ফেরাল
iii. থেমে গেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। ‘তার শরীরে পূর্বের মতো সে তেজ নেই’—কার শরীরে?
ক. লেখকের খ. মিনির
গ. রহমতের ঘ. রামদয়ালের
২৭। কাবুলিওয়ালাকে দেখে মিনি যে কারণে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল—
i. হাসি মুখে ii. অন্ধবিশ্বাসে
iii. ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। রামদয়াল কাককে কী বলেছিল?
ক. কাক খ. কৌয়া
গ. কাউয়া ঘ. কোয়েল
২৯। ‘খোবানি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. টকজাতীয় ফল
খ. মিষ্টিজাতীয় ফল
গ. বাদামজাতীয় ফল
ঘ. কিশমিশজাতীয় ফল
৩০। ‘কিচ্ছু জানে না’—মিনির মতে কে কিচ্ছু জানে না?
ক. রহমত খ. রামদয়াল
গ. মিনির মা ঘ. দারোয়ান
উত্তর : ১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ
৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ
১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ঘ।