<p>‘সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ’-এর সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। গ্লোবাল ইকোনমিকস অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানটিকে এই খেতাব দিয়েছে। গ্লোবাল ইকোনমিকস ইউকেভিত্তিক একটি ফিন্যানশিয়াল পাবলিকেশন এবং একটি দ্বিবার্ষিক বিজনেস ম্যাগাজিন, যারা বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পসংক্রান্ত আর্থিক খাতে চিন্তাশীল মতামত দিয়ে থাকে। তাদের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক গ্লোবাল ইকোনমিকস অ্যাওয়ার্ড প্রগ্রাম, যেখানে বিভিন্ন আর্থিক খাতে বিশ্বের সেরা পারফরমারদের চিহ্নিত ও সম্মানিত করা হয়। দেশের ডিজিটাল ব্যাংকিংয়ের উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এসসি মোবাইল ব্যাংকিং অ্যাপটি এ জাতীয় অ্যাপগুলোর মধ্যে বাজারের সেরা অ্যাপ এবং এতে রয়েছে নানা রকম সুবিধা।</p> <p>স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘এই পুরস্কার আমাদের সকল প্রচেষ্টারই প্রমাণস্বরূপ।’</p>