<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> আয়োজন উপলক্ষে হোটেল র‌্যাডিসনে রিহ্যাব ও হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রিহ্যাবের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং হোটেল র‌্যাডিসনের পক্ষে সহকারী পরিচালক ও অপারেশন ইনচার্জ জমির উদ্দিন কোরেশী। উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার চলবে হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান বল রুমে। এবারের মেলায় ডেভেলপার, ফ্ল্যাট ও প্লট ক্রেতা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ আবাসন ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।</span></span></span></span></span></p>