<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র আন্দোলনের কারণে গত সেপ্টেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। শুধু বিদেশেই নয়, দেশেও ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ কমেছিল। কিছু ব্যাংকের তারল্য সংকট ও আর্থিক খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে সেপ্টেম্বরে এসে তা ১১ শতাংশ বৃদ্ধি পায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি করত ভারতে। এখন সব থেকে বেশি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে প্রায় ৩০.৫৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বেই দিন দিন জনপ্রিয় হচ্ছে এই মাধ্যমটি। ২০২৭ সালের মধ্যে দেশে সামগ্রিক লেনদেনের তিন-চতুর্থাংশ ক্যাশলেস করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ফিন্যানশিয়াল এবং নন-ফিন্যানশিয়াল ব্যাংক বিভিন্ন অ্যাপ এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করছে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি ও ডিজিটাল করতে কার্ডের ভূমিকা অনেক বড়। ক্যাশ রিসাইক্লিং মেশিনে (সিআরএম) রেকর্ড টাকা লেনদেন হচ্ছে। পয়েন্ট অব সেলসের (পিওএস) মাধ্যমেও মানুষ আগের চেয়ে বেশি কেনাকাটা করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪২০ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। তার আগের মাসে ৩৭৩ কোটি টাকার সমপরিমাণ অর্থ খরচ করা হয়েছিল। সে হিসাবে খরচ বেড়েছে ৪৭ কোটি ডলার। এর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে ৭৬ কোটি টাকা। এর পরেই রয়েছে ভারত, যেখানে ৫০ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে ৭২ কোটি টাকার সমপরিমাণ অর্থ খরচ করেছিল বাংলাদেশিরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতিবছরই সর্বোচ্চসংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (ট্যুরিস্ট  ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি, তাদের মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যাঁরা করছেন, তাঁদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দুই দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছে থাইল্যান্ডে ৪১, যুক্তরাজ্যে ৩৭, সিঙ্গাপুরে ৩০, কানাডায় ২৬ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সব থেকে বেশি খরচ করেছে ডিপার্টমেন্টাল স্টোরে। এই খাতে খরচ হয়েছে ১১৫ কোটি টাকা, যা মোট লেনেদেনের ২৭ শতাংশ। এ ছাড়া খুচরা দোকানে ৭৩ কোটি, ফার্মেসিতে ৪৭ কোটি, পরিবহনে ৪৩ কোটি, কাপড় কেনায় ৩০ কোটি, ব্যবসা সেবায় ৩৪ কোটি, সরকারি সেবায় ২১ কোটি,  প্রফেশনাল সার্ভিস ১৯ কোটি, ইউটিলিটি সেবায় ১২ কোটি ও নগদ ২২ কোটি টাকা উত্তোলন করেছে বাংলাদেশিরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সেপ্টেম্বরে দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে প্রায় ১২ শতাংশ। ওই মাসে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬৮ কোটি টাকা, যা তার আগের মাসে (আগস্টে ছিল দুই হাজার ৩৩২ কোটি টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৬ কোটি টাকা। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে ১১১ কোটি টাকা খরচ করেছে বিদেশিরা, যা গত আগস্ট মাসেও প্রায় একই পরিমাণে ছিল।</span></span></span></span></p>