<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বায়ার্স ক্রেডিট বা পণ্য আমদানির বিপরীতে ঋণের তথ্য শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বায়ার্স ক্রেডিটের তথ্য সংগ্রহের জন্য এরই মধ্যে একটি ছকও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। আগে নিয়মিত প্রতি মাসে তথ্য দিতে হতো। কিন্তু নতুন নির্দেশনায় আর প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকে তথ্য দিতে হবে না। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এতে বলা হয়েছে ব্যাংকগুলো তাদের কোনো গ্রাহককে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানির সুযোগ দিলে তার পরিমাণ, সুদহার, ঋণের মেয়াদ ইত্যাদি তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০১২ সালের জানুয়ারিতে বায়ার্স ক্রেডিট গ্রহণের ব্যবস্থা চালু করে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই থেকে দেশের উদ্যোক্তারা মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ইত্যাদি আমদানিতে এই ঋণ গ্রহণ করে আসছে।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা গেছে, বায়ার্স ক্রেডিট হচ্ছে দেশের আমদানিকারকদের বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রায় নেওয়া ঋণ। দেশের কোনো আমদানিকারক মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি করতে আমদানিকারক স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারে।</span></span></span></span></p> <p> </p>