<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখন, কোথায় ও কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন। গত ১৫ বছরে অনেক নিম্নমানের আইপিও এসেছে, যা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। এ জন্য নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন তিনি। আর্মি ইনস্টিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এই কর্মশালায় ডিএসইর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখন, কোথায় ও কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন। এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।</span></span></span></span></span></p>