<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্ধারিত সময়ের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা ও তা বিধি মোতাবেক বিতরণ যেসব কম্পানি করবে না, সেসব কম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রবিবার ডিভিডেন্ড বিতরণসংক্রান্ত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমিন্টে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাটাগরিতে অবনমন করায় কম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ কথা জানায় বিএসইসি। গতকাল সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে শেয়ারবাজারের তালিকাভুক্ত কম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিএসইসি।</span></span></span></span></p>