<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন খুলনা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান। একই সঙ্গে তিনি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা চেম্বার কার্যালয়ে অবস্থান নিয়ে পরিচালনা পর্ষদ বিলুপ্তির দাবি জানালে তিনি পদত্যাগ করেন। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব নূর রুখসানা বানু জানান, দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত পরিচালক শরীফ আতিয়ার রহমান চেম্বার সচিবালয়ে শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সবার পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ব্যবসায়ীরা জানান, গত ১৫ বছর খুলনা চেম্বারের সভাপতি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল হক।</span></span></span></span></p>