করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ব্যাংক এশিয়া : সুজুকি মোটরসাইকেল ও স্কুটার পরিবেশক র‌্যানকন মোটরবাইকসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামিনুর রহমান এবং র‌্যানকন মোটরবাইকসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় র‌্যানকন মোটরবাইকসের ডিস্ট্রিবিউটররা ব্যাংক এশিয়ায় এসএমই ঋণসুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/14-01-2025/2/kalerkantho-ib-8a.jpg

ব্র্যাক ব্যাংক : টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/14-01-2025/2/kalerkantho-ib-8a.jpg

স্ট্যান্ডার্ড ব্যাংক : সংহতির বছর : একসাথে গড়ি আগামী এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/14-01-2025/2/kalerkantho-ib-8a.jpg

সেভেন রিংস সিমেন্ট : সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান দলের খেলোয়াড়দের নিয়ে সেভেন রিংস সিমেন্টের ঢাকা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় তামিমের সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রিতম কুমার প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

টবি লুটকে

    প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই
শেয়ার
টবি লুটকে

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

ব্যাপকভাবে এআই ব্যবহারের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যেতে পারে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

গ্রাহকরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আর প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবে, তারা পাবে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।
টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো—দুটি ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ