ব্যাংক এশিয়া : সুজুকি মোটরসাইকেল ও স্কুটার পরিবেশক র্যানকন মোটরবাইকসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামিনুর রহমান এবং র্যানকন মোটরবাইকসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় র্যানকন মোটরবাইকসের ডিস্ট্রিবিউটররা ব্যাংক এশিয়ায় এসএমই ঋণসুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক : টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল। সংবাদ বিজ্ঞপ্তি

স্ট্যান্ডার্ড ব্যাংক : ‘সংহতি’র বছর : একসাথে গড়ি আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

সেভেন রিংস সিমেন্ট : সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান দলের খেলোয়াড়দের নিয়ে সেভেন রিংস সিমেন্টের ঢাকা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় তামিমের সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রিতম কুমার প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি