ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

মূল্যস্ফীতির ঝুঁকিতেও প্রবৃদ্ধিতে থাকবে বিশ্ব অর্থনীতি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
মূল্যস্ফীতির ঝুঁকিতেও প্রবৃদ্ধিতে থাকবে বিশ্ব অর্থনীতি

আগামী ১২ মাসে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে বলে আশা করেন বিশ্বের ৬০ শতাংশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে বিশ্ব অর্থনীতিতে কিছু ঝুঁঝুঝুঁকিও রয়ে গেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ-সংঘাত ইত্যাদি। বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান পিডব্লিউসির ২৮তম বার্ষিক বৈশ্বিক সিইও জরিপে এসব তথ্য উঠে এসেছে।

এই জরিপে বিশ্বের ১০৯টি দেশের চার হাজার ৭০১ জন সিইও বা প্রধান নির্বাহী অংশ নিয়েছেন। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ৮ নভেম্বর পর্যন্ত জরিপটি করা হয়।

প্রাইস ওয়াটারহাউসকুপার্সের (পিডব্লিউসি) এই জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ সিইও সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে প্রধান ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। ২৭ শতাংশ মূল্যস্ফীতিকে ঝুঁকি হিসেবে মনে করেন।

অন্য ঝুঁকিগুলোর মধ্য রয়েছে যথাক্রমে সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ দক্ষতাসম্পন্ন কর্মীর অভাব, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব, প্রযুক্তিগত ঝুঁকি, জলবায়ু পরিবর্তন, সামাজিক অসমতা।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ প্রধান নির্বাহী বলেছেন, আগামী ১২ মাসে কম্পানির জনবল বাড়বে। এর অর্ধেকের কমসংখ্যক; অর্থাৎ ৩০ শতাংশের কম প্রধান নির্বাহী জানিয়েছেন, তাঁরা জনবল কমাবেন। শুধু তা-ই নয়, যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এত উদ্বেগ, যে প্রযুক্তির কারণে বেকারত্ব বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, সেটির ব্যবহার নিয়েও সিইওরা কথা বলেছেন।

তাঁদের ভাষ্য, এটি ব্যবহারের কারণে জনবল আরো বাড়াতে হয়েছে।

এ ছাড়া জেনারেটিভ এআই ব্যবহারের দৃষ্টিগ্রাহ্য প্রভাব অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন সিইওরা। ৫৬ শতাংশ সিইও জানান, এআই ব্যবহারের ফলে জনশক্তির কর্মদক্ষতা বেড়েছে। সেই সঙ্গে এক-তৃতীয়াংশ সিইও (৩৪ শতাংশ) মুনাফা ও ৩২ শতাংশ সিইও রাজস্ব বৃদ্ধির কথা জানিয়েছেন; অর্থাৎ পরিবর্তন আসছে। প্রযুক্তিগত পরিবর্তন কম্পানির পথপরিক্রমায় বড় ধরনের প্রভাব ফেলছে।

৪২ শতাংশ সিইও মনে করেন, আগামী ১০ বছরে নতুন উদ্ভাবন না হলে তাঁদের কম্পানি ব্যবসার যোগ্যতা হারাবে। ৪০ শতাংশ জানিয়েছেন, গত পাঁচ বছরে তাঁরা নতুন খাতে কাজ শুরু করেছেন।

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে জলবায়ু পরিবর্তনও ব্যবসা-বাণিজ্যের অন্যতম নিয়ামক হয়ে উঠছে বলে মনে করেন সিইওরা। তাঁরা বলেছেন, জলবায়ুসংক্রান্ত বিনিয়োগের কারণে রাজস্ব হ্রাস নয়; বরং রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।

খুব বেশিদিন আগের কথা নয়; ২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি এআইভিত্তিক বট বাজারে এনে তাক লাগিয়ে দেয়। এআই নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। কিন্তু চ্যাটজিপিটি আসার আগে এর ব্যবহারকারী বা সিইও, কেউই ঠিক ভাবতে পারেননি এটির কী ক্ষমতা। এরপর শুরু হয় এআই খাতে বিনিয়োগের প্রতিযোগিতা।

দুই বছর এই খাতে বিনিয়োগের প্রতিযোগিতা করার পর সিইওরা এখন দেখছেন, ফলাফল খারাপ নয়; বরং ভালো। এআই ব্যবহারের কারণে দক্ষতা, রাজস্ব আয় ও মুনাফা বৃদ্ধির কথা বলা হচ্ছে। যদিও এক বছর আগে সিইওরা এআই ব্যবহার করে যতটা মুনাফা ও রাজস্ব বৃদ্ধির আশা করেছিলেন, গত বছর ঠিক ততটা হয়নি। তার পরও তাঁরা আশাহত হননি। আগামী বছরগুলোতে এআই ব্যবহারের আরো ফল পাওয়া যাবে বলে তাঁরা বিশ্বাস করেন। জরিপে অংশ নিয়ে ৪৯ শতাংশ সিইওর আশা, আগামী এক বছরে তাঁদের মুনাফা বাড়বে।

আগামী তিন বছরের পরিকল্পনা সম্পর্কে সিইওরা বলেছেন, তাঁদের মূল অগ্রাধিকার হবে প্রযুক্তিগত প্ল্যাটফরম, ব্যাবসায়িক প্রক্রিয়া ও কাজের প্রবাহের মধ্যে এআইকে যুক্ত করা। এআই ব্যবহার করে নতুন পণ্যসেবা নিয়ে আসার কৌশল পুনঃপ্রণয়ন করার ক্ষেত্রে খুব বেশি সিইওর পরিকল্পনা নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, মাত্র এক-তৃতীয়াংশ সিইও কর্মী বাহিনী ও দক্ষতা কৌশলের মধ্যে এআই যুক্ত করার পরিকল্পনা করছেন বলে জানান। পিডব্লিউসি মনে করছে, এটা ভুল পদক্ষেপ। তারা মনে করছে, কর্মীদের এআই ব্যবহার সম্পর্কে জানতে হবে, কখন ও কোথায় তা ব্যবহার করতে হবে, সে বিষয়ে জানলেই তা সবচেয়ে কার্যকর হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ