‘সবুুজে গড়ি বসত মোরা, বৃক্ষশোভিত নতুনধরা’—এই স্লোগান সামনে রেখে পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো নতুনধরা একক আবাসন উৎসব। কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান ও কম্পানির ডিএমডি মেরীনা সাদী উৎসবের উদ্বোধন করেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্রপ্রাপ্ত কম্পানি নতুনধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড়।
এ ছাড়া নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ মিলছে এই উৎসবে।