নেপালে রপ্তানি হলো ২৫২ টন আলু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
নেপালে রপ্তানি হলো ২৫২ টন আলু
বাংলাবান্ধা দিয়ে প্রতিবেশী দেশটিতে মোট আলু রপ্তানি হলো ২,৫৮৩ মেট্রিক টন

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই নেপালে আবারও আলু রপ্তানি হয়েছে ২৫২ মেট্রিক টন। এ নিয়ে প্রতিবেশী দেশটিতে মোট আলু রপ্তানি হলো দুই হাজার ৫৮৩ মেট্রিক টন।

দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা।

পাথর আমদানিনির্ভর স্থলবন্দরটি এখন আলু রপ্তানিতে সাড়া ফেলেছে। সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে সড়কে। সিগন্যাল মিললেই আলু নিয়ে ছুটবে প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশে। সড়কে আলু রপ্তানির এসব ট্রাক র্দাড়িয়ে থাকার দৃশ্যও দারুণ স্বস্তিদায়ক কৃষকদের কাছে।
তাঁদের আশা রপ্তানি অব্যাহত থাকলে মিলবে ভালো দর। স্টারিক জাতের যেসব আলু রপ্তানি হচ্ছে তা দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা। থিংস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজসহ কিছু প্রতিষ্ঠান নিয়মিত নেপালে আলু রপ্তানি করছে।

বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, নেপালের মানুষ বাংলাদেশের উৎপাদিত আলু বেশি পছন্দ করে।

তাই তাদের চাহিদার জন্যই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত দুই হাজার  ৫৮৩ মেট্রিক টন আলু রপ্তানি হলো দেশটিতে। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে ৯ দিন বন্ধ থাকার পর রবিবার নেপালে ২৫২ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আসছে তেমনি কৃষকরাও ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি।

ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার অব্যাহত ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত এই স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হয়েছে ৯১ কোটি দুই লাখ টাকা।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

টবি লুটকে

    প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই
শেয়ার
টবি লুটকে

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

ব্যাপকভাবে এআই ব্যবহারের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যেতে পারে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

গ্রাহকরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আর প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবে, তারা পাবে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।
টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো—দুটি ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ