<p>বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব অধ্যাপক মুহাম্মাদ হামিদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছেলে মুহাম্মদ আরিফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হামিদুর রহমান কর্মজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক থাকলেও পরবর্তী সময়ে নিজেকে আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত করেন। তিনি মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর (রহ.) ও মাওলানা শাহ আবরারুল হক (রহ.)-এর খলিফা ছিলেন। এ ছাড়া দেশের আলেমসমাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।<br /> হামিদুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ঢাকার ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১০টায় উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।</p>