(আয়াত : ২৫)
৭. অন্য যেকোনো স্থানের তুলনায় মসজিদুল হারামে পাপ করা গুরুতর। (আয়াত : ২৫)
৮. দ্বিনি কাজ ব্যক্তি তাঁর সামর্থ্য অনুসারে সম্পন্ন করবে। আয়োজন ও উপকরণের অপেক্ষায় থাকবে না। (আয়াত : ২৭)
৯. হজের নির্ধারিত দিন ছয়টি : ৮ থেকে ১৩ জিলহজ।
(আয়াত : ২৮)
১০. হজকারী কোরবানি করার পর ইহরাম ত্যাগ করবে। (আয়াত : ২৯)
১১. ইহরাম ছাড়ার পর হজকারীর জন্য সব ধরনের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বৈধ হয়ে যায়। (আয়াত : ২৯)
১২. মানত বৈধ হলেও ইসলাম তা নিরুৎসাহ করে।
(আয়াত : ২৯)
১৩. হজের সময় কোরবানির জন্য নির্ধারিত পশুকে হাদি বলে। নির্ধারণের পর অপারগ না হলে হাদি দ্বারা উপকৃত হওয়া নাজায়েজ। (আয়াত : ৩৩-৩৪)
১৪. পশু কোরবানির সময় আল্লাহর নাম উচ্চারণ করা ওয়াজিব। (আয়াত : ৩৪)
১৫. সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব।
(আয়াত : ৩৭)
১৬. ইসলামে বৈরাগ্য নিষিদ্ধ। সমাজ ও সংসার রক্ষা করে ইবাদতের জন্য নির্জনতা অবলম্বন করা নিষিদ্ধ নয়।
(আয়াত : ৪০)
১৭. শাসকের দায়িত্ব হলো আল্লাহর হক আদায়ে ত্রুটি দেখলে পাকড়াও করা, মানুষের অধিকার নিশ্চিত করা এবং জনগণকে সুপথ দেখানো। (আয়াত : ৪১)
সুরা মুমিনুন
আলোচ্য সুরার শুরুতেই সফল মুমিনের কিছু গুণের বর্ণনা করা হয়েছে। এরপর মানব সৃষ্টির বিভিন্ন ধাপ উল্লেখ করে আল্লাহর অস্তিত্ব ও তাঁর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন বাগান, ফল-ফলাদি, উদ্ভিদ, নৌযান ও প্রাকৃতিক বিভিন্ন উপাদানের কথা তুলে ধরা হয়েছে। পরে কয়েকজন নবীর ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আল্লাহর অংশীদারির সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং পরকালে আমল ওজন করার কথা বলা হয়েছে।
আদেশ-নিষেধ-হিদায়াত
১. নামাজে বিনম্র হওয়ার অর্থ হলো অন্তরে আল্লাহর ভয় ধারণ করে ধীরস্থির ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা।
(আয়াত : ২)
২. শরিয়ত অনুমোদিত নয় এমন যেকোনো শারীরিক সম্পর্ক জাহান্নামে যাওয়ার কারণ। (আয়াত : ৫)
৩. সময়মতো যত্নের সঙ্গে আদায় করাই নামাজের হেফাজত। (আয়াত : ৯)
৪. জীবনের অপরিহার্য জিনিসগুলোও প্রয়োজনের চেয়ে বেশি হলে তা বিপদের কারণ হয়। যেমন—পানি। (আয়াত : ১৮)
৫. যানবাহনে আরোহণ ও অবতরণের সময় মাসনুন দোয়া পড়া উত্তম। (আয়াত : ২৯)
৬. আল্লাহ কোনো অনুত্তম বিষয়কে হালাল করেননি।
(আয়াত : ৫১)
৭. নেক আমল প্রত্যাখ্যাত হওয়ার এবং পাপের জন্য শাস্তি পাওয়ার ভয় অন্তরে রাখা আবশ্যক। (আয়াত : ৬০)
৮. ইসলামী জীবন ধারায় রাতের গল্প-আড্ডা নিন্দনীয়; বিশেষভাবে তা যদি হয় অর্থহীন ও মন্দ কাজে। (আয়াত : ৬৭)
৯. দ্বিন প্রচারকের একটি বৈশিষ্ট্য হলো সহজ ও বোধগম্য ভাষায় দ্বিন প্রচার করা। (আয়াত : ৬৮)
১০. পরকালে বিশ্বাস আসমানি ধর্মগুলোর একটি অভিন্ন দিক। পৃথিবীর বেশির ভাগ ধর্মে পরকালের বিশ্বাস স্বীকৃত।
(আয়াত : ৮১)
১১. শত্রুর সঙ্গে সদাচার ও উত্তম পন্থায় তাদের মোকাবেলা করা উম্মতে মুহাম্মদির বৈশিষ্ট্য। (আয়াত : ৯৬)
১২. আল্লাহর অনুগ্রহে মুমিনরা পরস্পরের জন্য সুপারিশ করবে। ফলে তাদের সম্পর্ক উপকারী হবে। (আয়াত : ১০১)
১৩. মানুষের ঈমান, ইসলাম ও ইবাদত নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা গুরুতর পাপ এবং ঈমান নষ্ট হওয়ার কারণ। (আয়াত : ১১০)
১৪. যারা দ্বিনের জন্য মানুষের অপমান ও বিদ্রুপ সহ্য করে পরকালে আল্লাহ তাদের বিশেষভাবে পুরস্কৃত করবেন। (আয়াত : ১১১)
গ্রন্থনা : মুফতি আতাউর রহমান