<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বড় বোনকে উত্ত্যক্তের পর স্কুলছাত্রী ছোট বোনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউছার মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেমনগর গ্রামে এ ঘটনা ঘটে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্কুলছাত্রীর নাম মুক্তি বর্মন (১৬)। সে প্রেমনগর গ্রামের নিখিল বর্মনের মেয়ে এবং প্রেমনগর-ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত কাউছার একই গ্রামের সামছু মিয়ার ছেলে। মুক্তি বর্মনের ভাই লিটন বর্মন গতকাল বিকেলে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বোনকে নেত্রকোনা সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তির বড় বোন রুজিনা রানী বর্মন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাউছার আমাকেও উত্ত্যক্ত করত। তার হুমকির কারণে পঞ্চম শ্রেণি পাসের পর অন্য স্কুলে ভর্তি হই। কাউছারের বাবার কাছেও বিচার দিয়েছি। আমি চলে যাওয়ার পর থেকে আমার বোনকে উত্ত্যক্ত করত। কাউছারের কথা না মানায় আমার বোনটারে খুন করছে। আমি এর বিচার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তির সহপাঠীরা জানায়, দুপুর ২টার দিকে স্কুল থেকে তারা বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ কাউছার এসে দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সিরাজগঞ্জের কাজিপুরে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চরগিরিশের বারজান এলাকা থেকে বাবাকে এবং গতকাল সকালে একই স্থান থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতরা হলো কাজিপুর উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিন্দুর আটা গ্রামের রিপন তালুকদার (৪২) ও তাঁর ছেলে আশিক বাবু (১৩)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত আশিকের চাচা আব্দুস সামাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন আগে রিপন ভাইয়ের সঙ্গে ভাবির ঝগড়া হলে ভাবি বাপের বাড়ি চলে যান। গত রবিবার বিষয়টি মীমাংসার কথা বললে ভাই তাঁর ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন। ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন এর সঙ্গে জড়িত থাকতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাঙ্গাইলের মধুপুরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শমশের মিয়া (৩৫) একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে জাকির মোল্লা (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার কল্যাণপুরে এই ঘটনা ঘটে। জাকির মোল্লা একই এলাকার আরব মোল্লার ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাকিরের সঙ্গে একটি জমি নিয়ে একই এলাকার আবু মণ্ডলের সঙ্গে বিরোধ চলছিল। গতকাল সকালে এর জেরে আবু মণ্ডলের লোকজন জাকিরকে কুপিয়ে হত্যা করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনা বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে সালাউদ্দিন সাল্লু (২১) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনার বেতাগী থানা পুলিশ গত সোমবার ভোররাতে প্রধান আসামি মুনসুর বেপারীকে (৪০) উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী খেয়াঘাট থেকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। সালাউদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে ও বেতাগী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া চা-বাগানে চা শ্রমিক বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম রবি পাশি (৫২)। ছেলে লুকেশ পাশিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে ইসলামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, লুকেশ মাদক সেবন করত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় গতকাল সকালে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। দুপুরে দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের নাম মমিনুর রহমান মনু (২৭)। স্ত্রী নাজমা আক্তার (২৩) আশুলিয়ার দোসাইদ এলাকার বাসিন্দা।</span></span></span></span></p>