<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস করে পেছানো হতে পারে। এ ব্যাপারে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষাপঞ্জি অনুসারে প্রতিবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এ পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এইচএসসি পরীক্ষাও জুন মাসে নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। এ জন্য মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী বা টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছর প্রতিটি পত্রের পরীক্ষা পূর্ণ নম্বরে ও তিন ঘণ্টা সময়ে অনুষ্ঠিত হবে। বাংলা, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ইসলামের ইতিহাসের মতো তত্ত্বীয় বিষয়গুলোতে প্রতি পত্রে ৩০ নম্বরের বহু নির্বাচনী ও ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে। তবে ইংরেজি ও গণিতের প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের সৃজনশীল পরীক্ষা হতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মতো ব্যাবহারিক বিষয়গুলোর প্রতি পত্রে ২৫ নম্বরের ব্যাবহারিক পরীক্ষা ও ২৫ নম্বরের বহু নির্বাচনী ও ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীরা মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি দুই ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাধিক সূত্র জানায়, এ বছর আন্দোলনসহ নানা কারণে বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। আর মার্চে রোজা শুরু হওয়ায় ঈদ শেষেই এসএসসি পরীক্ষা শুরুর চিন্তা করা হচ্ছে। আর আন্দোলন, বন্যাসহ নানা কারণে এ বছরের এইচএসসি পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল। এমনকি সব পরীক্ষা নেওয়া হয়নি। তাই সব প্রস্তুতি শেষ করে আগামী বছরও এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে জুন মাসে নেওয়া হতে পারে।</span></span></span></span></p>