ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা

১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বাড়ানো এবং এর প্রভাব কমানোর কার্যক্রম বেগবান করতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত যেসব দেশে সবচেয়ে গভীর বাংলাদেশ তাদের অন্যতম। এই অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বাড়ানো ও প্রভাব কমানোর জন্য আমরা পরিকল্পিতভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি।

এসংক্রান্ত কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি।

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস উপযোগী পৃথিবী গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। ২০১১ সালে বাংলাদেশের সংবিধানে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিবেচনায় এসংক্রান্ত ১৮ ক অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়েছে। এ উদ্যোগকে কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন আইন প্রণয়নসহ রেগুলেটরি এবং ফিসক্যাল পলিসি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদে আমরা প্লানেটারি ইমার্জেন্সি নামের একটি মোশন গ্রহণ করেছি। এসব কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মবিলিটি সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড-এ ভূষিত করেছে।

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আমরা ২০০৯ সালে বিসিসিএসএপি প্রণয়ন করি, যা বর্তমানে হালনাগাদ করা হচ্ছে। বিসিসিএসএপি-এ বর্ণিত কর্মসূচি বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়নে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) পরিচালনার জন্য ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত তিন হাজার ৯৬৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর অধীনে ৯০৮টি সরকারি ও ৬১টি বেসরকারি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ৭২১টি প্রকল্প সফলভাবে সমাপ্ত হয়েছে। এ ছাড়া ২০১৪ সালে বাংলাদেশ ক্লামেন্ট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়, যা ২০২০ সালে হালনাগাদ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারের সব উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সব সরকারি প্রকল্প প্রস্তাব মূল্যায়নের সময় আবশ্যিকভাবে জলবায়ু সংশ্লেষ বিবেচনায় নেওয়া হচ্ছে।

বর্তমানে আমরা জলবায়ুসংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয়/বিভাগের বাজেটে জলবায়ুসংক্রান্ত বরাদ্দের পরিমাণ ও প্রকৃত ব্যয় নিরূপণ করছি। এ ছাড়া সম্প্রতি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত প্রকল্পের সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে বিসিডিপি গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, সামাজিক বনায়নসহ দেশব্যাপী বনায়ন কার্যক্রম ও বৃক্ষরোপণের ফলে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশে উন্নীত হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণে আটটি জাতীয় উদ্যান, ২০টি বন্য প্রাণী অভয়ারণ্য, চারটি ইকোপার্ক, একটি উদ্ভিদ উদ্যান, দুটি মেরিন প্রটেক্টেড এরিয়া (সোয়াচ অব নো-গ্রাউন্ড ও সেন্ট মার্টিন) এবং দুটি বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকাসহ ৩৭টি সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষেপে বাজেট

তামাকবিরোধী সংগঠনগুলো হতাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তামাকবিরোধী সংগঠনগুলো হতাশ

সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে দেশে ধূমপানের হার কমিয়ে আনা এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির যে সুযোগ ছিল তা বাজেটে কাজে লাগানো হয়নি। এই বাজেটে সিগারেটের ওপর কার্যকর করারোপের প্রস্তাব দিয়েছিল দেশের তামাকবিরোধী নাগরিক সংগঠনগুলো। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের সঙ্গে একযোগে কাজ করে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে তারা যে প্রস্তাব দিয়েছিল তা এই বাজেটে পুরোপুরি প্রতিফলিত হয়নি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা জানায় উন্নয়ন সমন্বয় নামের একটি সংগঠন।

বিবৃতিতে তারা জানায়, দেশে মোট ব্যবহৃত সিগারেটের ৭০ শতাংশের বেশি সবচেয়ে সস্তা নিম্নস্তরের সিগারেট। তাই বাজেটে এ ধরনের সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে এই দাম মাত্র পাঁচ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। আপাতদৃষ্টিতে এই দাম ১১ শতাংশ বেড়েছে মনে হলেও ১০ শতাংশের আশপাশে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে দেখা যাবে প্রকৃতপক্ষে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়েনি।

মন্তব্য
সংক্ষেপে বাজেট

তিন বছর করমুক্ত সুবিধা আইসিটি খাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তিন বছর করমুক্ত সুবিধা আইসিটি খাতে

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর অব্যাহতির মেয়াদ তিন বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বর্তমানে এই খাতের ২৭টি উপখাতে কর অব্যাহতির সুবিধা থাকলেও সেই সুবিধা কিছুটা কমে ২০টি খাতে নেমে আসতে পারে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবনায় বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিম্নবর্ণিত আইটি সেবাগুলোসহ অন্য কিছু খাতে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি।

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দুই হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হচ্ছে দুই হাজার ৪২০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এক হাজার ৫৪০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ১২ হাজার ৩৩ কোটি টাকা।

মন্তব্য
সংক্ষেপে বাজেট

বরাদ্দ কমল পর্যটন খাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বরাদ্দ কমল পর্যটন খাতে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাঁচ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ৬৫৪ কোটি টাকা কম। চলতি অর্থবছরে (২০২৩-২৪) বরাদ্দ ছিল ছয় হাজার ৩৪৯ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিগত ১৫ বছরে অর্থনীতির আকার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ায় বহির্বিশ্বে বিমানে যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণও বেড়েছে। অভ্যন্তরীণ চলাচলের ক্ষেত্রেও বিমানের ব্যবহার বেড়েছে।

তাই বিমান পরিবহন এবং আনুষঙ্গিক সেবা আধুনিক ও বিশ্বমানে উন্নীত করার জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তিনি জানান, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন-অবতরণ সুবিধা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ে উন্নত ও দীর্ঘ করা হয়েছে। পর্যটন খাতের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আমরা ২৫ বছর মেয়াদি পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি।

মন্তব্য
সংক্ষেপে বাজেট

চাপ বাড়ছে ভর্তুকি ও সুদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাপ বাড়ছে ভর্তুকি ও সুদের

ভর্তুকির জাল থেকে বের হতে চাইলেও উল্টো সেই জালেই জড়িয়ে যাচ্ছে সরকার। এদিকে বাজারভিত্তিক সুদহার বাড়ায় আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি ও সুদাসল পরিশোধে দুই লাখ এক হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে সুদ পরিশোধে খরচ ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা এবং ভর্তুকির পেছনে বরাদ্দ রাখা হয়েছে ৮৮ হাজার ২৮৫ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশের সময় এই বরাদ্দের কথা জানান।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট ভর্তুকি ও প্রণোদনার বড় অংশই বরাদ্দ রাখা হতে পারে বিদ্যুৎ ও কৃষি খাতে।

এ ছাড়া এলএনজি আমদানি, খাদ্য ভর্তুকি ছাড়াও সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতেও ভর্তুকি বাড়ছে। সরকারের এত ভর্তুকির পরেও তা মূল্যস্ফীতির লাগাম টানতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে যথেষ্ট না-ও হতে পারে। বিশ্ববাজারে জ্বালানির দাম ও ডলার রেট ১১০ টাকা হিসাবে ধরে সরকারের পরিকল্পনা ছিল ধাপে ধাপে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মূল্য সমন্বয় করে তিন বছরের মধ্যে ভর্তুকি উঠিয়ে দেওয়া।

মন্তব্য

সর্বশেষ সংবাদ