দেশের ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতারা। গতকাল বুধবার দুপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি নারীপাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।