<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পীরের মাধ্যমে সম্পদ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো কথিত পীর খোকন আকন, রাজু আহম্মেদ রিপন, শাহাবুদ্দিন ফকির ওরফে শিশু ও মিলন মিয়া। তাদের কাছ থেকে আত্মসাৎ করা সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম জানান, গত ২২ জুলাই পূর্ব রামপুরা এলাকায় অর্থ-সম্পদ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে এক বয়স্ক নারীর কাছ থেকে এক লাখ ১৮ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়। তদন্তে পুলিশ চক্রের চার সদস্যকে শনাক্তের পর গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।</span></span></span></span></p>