<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর সংসদ ভবন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগকর্মী মেহেদী হাসানকে (১৮) গতকাল রবিবার রাতে গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দাফন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ড ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরেবাংলা থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে, লাশ দাফনের পর স্বজনরা থানায় এসে মামলা করবে।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরেবাংলা থানার ওসি মো. আহাদ আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাটির সার্বিক দিক মাথায় রেখে পুলিশের তদন্ত চলমান। স্বজনরা লাশ দাফন শেষে মামলা করবে বলে আমাদের জানিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></span></p>