<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধে ময়মনসিংহ অঞ্চলের পুলিশ বাহিনীসহ বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, আত্মত্যাগের কাহিনি তুলে ধরার জন্য ময়মনসিংহ পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহের সূর্যসন্তানরা ১৯৭১ সালে প্রতিরোধের প্রথম প্রহর থেকে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত লড়াই করেছেন। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়মনসিংহ জেলা পুলিশের তৎকালীন সদস্যরা আত্মত্যাগ ও সাহসিকতার স্বাক্ষর রেখেছিলেন। বই, পুস্তক ও দীর্ঘ গবেষণার পর ময়মনসিংহ জেলার বর্তমান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে জনগণের কাছে উপস্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনায় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, জেলা পুলিশের অবদান ও জেলার ইতিহাস, ঐতিহ্যের নানা বিষয় নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনসের ১ নম্বর ফটকের পাশে ব্রিটিশ আমলের পুরনো পুলিশ হাসপাতাল ভবনে নির্মিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। গত ১৩ জুলাই এই জাদুঘর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই জাদুঘরে পাঁচটি গ্যালারি রয়েছে। প্রথম গ্যালারিতে রয়েছে ঐতিহ্যের উত্তরাধিকার। এখানে প্রাচীন মৌর্য আমল থেকে শুরু করে সুলতানি আমল, মোগল আমল এবং তৎপরবর্তী ব্রিটিশ ও পাকিস্তানি আমলের সুসংহত ঐতিহাসিক তথ্যাদি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এসব আমলের পুলিশি ব্যবস্থার কালানুক্রমিক ক্রমবিকাশ এই গ্যালারিতে দৃশায়িত করা হয়েছে। যুগ যুগ ধরে বাঙালির অমর বীরত্বগাথা হয়ে ঈশা খাঁ ও মানসিংহের ঐতিহাসিক যুদ্ধের পূর্ণ ইতিহাসও এই গ্যালারিতে স্থান পেয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয় গ্যালারিতে রয়েছে জনতার পুলিশ। এখানে ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার চেতনায় দীক্ষিত বাংলাদেশ পুলিশের এক নবরূপে আবির্ভূত হওয়ার ইতিহাস চিত্রিত হয়েছে। এই গ্যালারিতে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলার সংগ্রামী পুলিশের অবয়ব ও মহান মুক্তিযুদ্ধে তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়েছে। তৃতীয় গ্যালারিতে রয়েছে রণাঙ্গনের সূর্যসৈনিক। মুক্তিযুদ্ধে এই অঞ্চলের  ১১ নম্বর সেক্টরের বিভিন্ন অংশ বর্ণনা করা হয়েছে। এখানে স্মরণ করা হয়েছে জেলা পুলিশ ও ময়মনসিংহে কর্মরত শহীদদের। চতুর্থ গ্যালারি ময়মনসিংহের নিজস্ব ঐতিহ্যের ধারক। ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ময়মনসিংহে বিভিন্ন সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রমণের প্রামাণ্যতা এখানে প্রদর্শিত হয়েছে। পঞ্চম গ্যালারিতে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশের তুলির আঁচড়ে উঠে এসেছে জাতির পিতার জীবনের প্রতিটি উল্লেখযোগ্য অংশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আব্দুর রব জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তিনি এমন একটি জাদুঘর প্রতিষ্ঠার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া জানান, মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের পাশাপাশি এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসও এখানে স্থান পেয়েছে।</span></span></span></span></span></p>