<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল সোমবার চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক এম ইউ কবির চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করে ওই অর্থ সহায়তা পৌঁছে দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ সম্প্রতি একটি বিধ্বংসী বন্যার শিকার হয়েছে, যার ফলে প্রচুর জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। চীনের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের জন্য গভীরভাবে উদ্বিগ্ন এবং সহানুভূতিশীল। এমন একটি দেশ হিসেবে যেটি প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, চীন অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে। বন্যার মুখে চীনের রেড ক্রস সোসাইটি বাংলাদেশকে মানবিক সহায়তা দিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইয়াও বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের জনগণ নিশ্চিতভাবে দুর্যোগ কাটিয়ে উঠবে এবং শিগগিরই তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে বলে তিনি বিশ্বাস করেন। চীন ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সাহায্য করার জন্য ব্যাপক কৌশলগত অংশীদারিকে আরো সুসংহত ও গভীরতর করতে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, প্রয়োজনের একজন বন্ধুই প্রকৃতপক্ষে বন্ধু এবং চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশের মানুষ যখনই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়, চীন সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চীনের রেড ক্রস সোসাইটিকে তার সময়োপযোগী ও মূল্যবান সহায়তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এবং বিশ্বাস করে, চীনের সহায়তা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে। এর আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান হস্তান্তর করেন।</span></span></span></span></p>