<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ আরো চার মাইক্রোবাসের যাত্রী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাসিন্দা। তারা সবাই ঢাকার মিরপুরে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। নিহতরা হলো চরসুবুদ্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন্নাহার বেগম (৩৫), তাঁর ছেলে সাজিদ হোসেন (১২), চরসুবুদ্ধি গ্রামের এমরানের স্ত্রী তানজিনা বেগম (২৪) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে সাবিহা আক্তার (১৪)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের স্বজনরা জানায়, সদ্য বিয়ে হওয়া ইমরান আহমেদ সপরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার, তানজিনা, সাবিহা ও সাজিদ নিহত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>