<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের কোটচাঁদপুরে এক শিক্ষককে মারপিট করে তাঁর জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সেক্রেটারি লিয়াকত আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ওই শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাঁওড়ের মাছ লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। বিষয়গুলো নিয়ে খোদ দলের ভেতরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটচাঁদপুর উপজেলার বারোমাসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম জানান, শহরের মেইন বাসস্টেশন পাড়ার বাসিন্দা তিনি। ভিটাবাড়িসহ তাঁর জমির পরিমাণ ৫.১৪ শতক। পাশেই বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলীর বাড়ি। দীর্ঘদিন ধরে লিয়াকত আলী তাঁর বাড়িসহ জমি দখল করার চেষ্টা করছিলেন। এ নিয়ে শিক্ষক খায়রুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন লিয়াকত আলী। পরে আদালতের রায় শিক্ষক খায়রুল ইসলামের পক্ষেই আসে। এতে লিয়াকত আলী আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষক খায়রুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুযোগ বুঝে গত সরকার পতনের দিন ৫ আগস্ট লিয়াকত আলী তাঁর দলবল নিয়ে আমার ওপর হামলা চালান। এতে আমি গুরুতর জখম হই। এখনো তিনি হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে মানসিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চক্রান্ত চালানো হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমার কাছে একটি আবেদন পাঠানো হয়েছে বলে আমি শুনেছি। তবে এখনো হাতে পাইনি। আবেদনটি হাতে পেলে তদন্ত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>