<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর হাতিরঝিল থানার মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাতিরঝিল থানা স্বেচ্ছসেবক লীগের সহসভাপতি। গত বুধবার রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছসেবক লীগ নেতা রনির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়। এরপর তিনি এলাকা ছেড়ে তুরাগ থানা এলাকায় আত্মগোপনে ছিলেন।</span></span></span></span></p>