<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্গাপূজায় এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্গাপূজা সুন্দরভাবে পালন করা হচ্ছে। যদি আমরা সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী শ্রীশ্রী কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। বিধান রঞ্জন বলেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সঙ্গে পালন করে আসছে। ধর্ম যার যার, তবে রাষ্ট্রের কাছে সবাই সমান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি নিবাস চন্দ্র মাঝি, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তপন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক প্রমিতা সরকার বক্তব্য দেন। উপদেষ্টা পরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।</span></span></span></span></p> <p> </p>