<p>গুঞ্জনটাই সত্যিই হলো। পাকিস্তানের সীমিত সংস্করণের প্রধান কোচ হয়েছেন আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সাবেক পেসারকে অন্তর্বর্তীকালিন কোচ নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গিলেস্পিই থাকছেন নিশ্চিত করলেও কিন্তু রেখে দিয়েছে পিসিবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731916664-9984e4edc1e29ccbe5d990a1247049e6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গিলেস্পিই থাকছেন নিশ্চিত করলেও কিন্তু রেখে দিয়েছে পিসিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/18/1447967" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে নাকভি বলেছেন, ‘আকিব শুধু সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ। আগামী ১০-১৫ দিনের মধ্যে আমরা প্রধান কোচ খুঁজব। একজন ভালো প্রধান কোচ (লাল বল) খুঁজব।’ অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেসন গিলেস্পি টেস্টে প্রধান কোচ থাকলেও তারপর আর পাকিস্তানের ডাগআউটে দেখা যাচ্ছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গিলেস্পির বদলে পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন আকিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731848766-ea068b2c44d1d7f4fb6757d4b75af93e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গিলেস্পির বদলে পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন আকিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/17/1447690" target="_blank"> </a></div> </div> <p>আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। আর শেষ হবে ৯ মার্চ। এখন থেকে আইসিসির এই টুর্নামেন্ট পর্যন্ত আকিবের অধীনেই খেলবে পাকিস্তান। পাকিস্তানের সাবেক পেসারের মেয়াদ শুরু হবে আগামী ২৪ নভেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। </p>