হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। গতকাল মঙ্গলবার আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরেছে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। সেই অনুযায়ী টানা ছয় দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল থেকে ফের দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

গুলিবিদ্ধ ইগল পাখিটি মারা গেছে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
গুলিবিদ্ধ ইগল পাখিটি মারা গেছে

গুলিবিদ্ধ আহত ইগল পাখিটি মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় বদলগাছীর শালুককুড়ি মাঠের ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ পাখিটি উদ্ধার করে দুই যুবক। এরপর তারা জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল ব্রাহ্মণপুকুর গ্রামের সাব্বির হোসেন ও গোলাম রব্বানী নামের দুই যুবক গুলিবিদ্ধ ইগল পাখিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে গেলে আহত পাখিটিকে দেওয়া হয় চিকিৎসা।

পরে গতকাল শনিবার সকাল ১১টার দিকে সেখানে পাখিটি মারা যায়।

 

মন্তব্য

হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার

বাগেরহাটের মোংলায় সুন্দরবনসংলগ্ন একটি গ্রাম থেকে ২৪ কেজি হরিণের মাংস এবং একটি চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১২ এপ্রিল) কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে মোংলা উপজেলার জয়মনিরঘোল বালুরমাঠসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে হরিণের একটি চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করা হয়।

এ সময় শিকারিদের ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

মন্তব্য

গলাচিপায় ৯ দোকান পুড়ে ছাই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গলাচিপায় ৯ দোকান পুড়ে ছাই

গলাচিপা পৌরসভায় সরকারি কলেজের পূর্ব পাশে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে (শুক্রবার দিবাগত রাতে) নাসিরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। আগুনের খবর পেয়ে স্থানীয় মানুষ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আগুন নেভানোর চেষ্টা করে।

পরে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৩

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৩

ধুনটে শ্রমিক দল নেতা ও তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে গত শুক্রবার রাতে গ্রেপ্তার আসামি জীবনকে থানা চত্বর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে। এ সময় পুলিশ শ্রমিক দল নেতা আব্দুল মজিদকে আটক করে। এ ঘটনায় গতকাল শনিবার এসআই হারুনর রশিদ সরদার বাদী হয়ে মামলা করেন। আহতরা হলেন থানার এসআই হারুনর রশিদ সরদার (৪৭), কনস্টেবল মোজাফ্ফর রহমান (৫৮) ও আয়নুল হক (৪০)।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ (৪০) ও আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে শ্রমিক দল নেতার জামাই মহা আলম জীবন (৩৫)। জানা যায়, চরধুনট গ্রামের ব্যবসায়ী রতন কুমার নিজস্ব জায়গার নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন। ৮ এপ্রিল মহা আলম জীবন ও তাঁর লোকজন রতন কুমারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ