<p>১৭ ধরনের পদে ৫৩০ জন নিয়োগ দেবে সরকারি যানবাহন অধিদপ্তর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন এই অধিদপ্তরের পদগুলো ১৪ থেকে ২০তম গ্রেডের। আবেদন করতে হবে অনলাইনে ২০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে।</p> <p> </p> <p><strong>পদের বিবরণ:</strong><br /> ১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১টি <br /> বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।</p> <p>২. মেকানিক গ্রেড-বি-১৯টি <br /> বেতন: ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫)<br /> শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>৩. গাড়িচালক (গ্রেড-১৫)-৩৩৩টি <br /> বেতন: ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫)<br /> শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। </p> <p>৪. গাড়িচালক (গ্রেড-১৬)-৭৩টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। </p> <p>৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>৬. হিসাব সহকারী-৫ টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>৭. টাইম কিপার-১টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>৮. ইনডেন্ট সহকারী-২টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>৯. জব সহকারী-১টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১০. স্টোরম্যান-১টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১১. লেজার সহকারী-৩টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১২. স্পীডবোট চালক-১০টি <br /> বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> শিক্ষাগত যোগ্যতা: স্পীডবোট চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।</p> <p>১৩. মেকানিক (গ্রেড-ডি)-১৬টি <br /> বেতন:৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)<br /> শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১৪. ডেসপাচ রাইডার-১১টি <br /> বেতন:৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)<br /> শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১৫. অফিস সহায়ক-৫টি <br /> বেতন:৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১৬. ক্লিনার/হেলপার-২৯টি  <br /> বেতন:৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p>১৭. নিরাপত্তা প্রহরী-১৬টি <br /> বেতন:৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ</p> <p><br /> <strong>আবেদন ফি: </strong>পদভেদে ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)। </p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি: </strong><a href="https://dgt.gov.bd" target="_blank">https://dgt.gov.bd</a></p>