<p>পুরান ঢাকার বকশীবাজার এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। পেশায় তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।</p> <p>শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। বকশিবাজার এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় গাড়িচালক।</p> <p>ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই গাড়ির যাত্রী আদনান বলেন, মৌমিতা পরিবহনের বাসটি বকশিবাজার মোড়ে ঘুরাতেই সেখানে হেঁটে যাওয়া ওই পথচারীকে ধাক্কা দিলে পাশের বাউন্ডারির দেয়ালের সঙ্গে চাপা লেগে গুরুতর আহত হন তিনি।</p> <p>পরে সেখান থেকে তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>আদনান আরো বলেন, স্থানীয়রা গাড়ি ও চালককে সেখানে আটক করে পুলিশকে জানান। </p> <p>মৃতের ছোট ভাই মীর মো. আমির হোসেন বলেন, তার ভাই ডিউটি শেষ করে লালবাগের বাসায় ফিরছিলেন। সংবাদ পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।</p> <p>ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় অবগত করা হয়েছে।</p>