<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয় আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে। গোপালগঞ্জে অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া সংগঠনের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="প্রতিযোগিতা" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kk-NEW-2-2024-10-18-16a.jpg" style="float:left" width="300" />ময়মনসিংহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সংগঠনটির আনন্দ মোহন কলেজ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন স্নাতক প্রথম বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী স্বচ্ছ দে, দ্বিতীয় হন দ্বাদশ শ্রেণির হুমায়ূন কবির অপু ও স্নাতক প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাইসারা সুলতানা মৈত্রী তৃতীয় স্থান অর্জন করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহসভাপতি সাদমান আল সাকিব, সানাউল্লাহ হক স্বাধীন, জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক টিটু, সহসাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান তানভীর, সানভীর আহমেদ সোহান, মোসাব্বির সৌরভ প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল শহরের পৌর মসজিদ এলাকায় শাহজাহান ফরিদি ও তাঁর স্ত্রীর হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচ, বিস্কুট, চিড়া, খাবার স্যালাইন, সাবানসহ বিভিন্ন প্রকার সবজি। উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সহসভাপতি বিল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তূর্জ রহমান ও সমাজসেবা সম্পাদক অয়ন সাহা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা বিশ্ববিদ্যালয় : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণযোগাযোগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তারিন সুমাইয়াকে সভাপতি এবং একই বিভাগের ফরহাদ কাউছারকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাজী এম আনিছুল ইসলাম। উপদেষ্টা হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত এবং বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল। কমিটির অন্যরা হলেন সহসভাপতি মারুফ শেখ, শামীম আহমেদ ও সজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন এইচ রনি, জয় রায়, অন্তরা সাহা ও শাকিল আহমেদ। সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া, সহসাংগঠনিক সম্পাদক তাসমিমা তাহরিন ঐশী ও জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মো. তাহসিনুজ্জামান, নারী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মারিয়া মুরসালিন, প্রচার সম্পাদক সাইমুল ইসলাম শুভ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়েমা হক, ক্রীড়া সম্পাদক নূর আখের মওলা, আইনবিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু হানিফ এবং কার্যকরী সদস্য আয়েশা সিদ্দিকা, আবু জায়েদ ও নিলয় সরকার।</span></span></span></span></span></p>