বসুন্ধরা আবাসিক

বাইতুর রহমান জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাইতুর রহমান জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল বাইতুর রহমান জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করেন শায়খ আহমাদুল্লাহ। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাইতুর রহমান জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এই মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এল ব্লকের ৭৩ ও ৭৪ নম্বর রোডের ৩৫৮৫ নম্বর প্লটে নির্মাণকাজের উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ইসলামিক ব্যক্তিত্ব ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময় মসজিদ নির্মাণ কমিটির সদস্য, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, এল ব্লকের বাসিন্দা, মুসল্লিসহ আরো আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আল্লাহর একটি ঘরের (মসজিদ) সূচনা করতে আমরা আজ একত্র হয়েছি। মসজিদে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। এই নির্মাণকাজের জন্য আমাদের সমবেত হওয়া এবং এ কাজের শুরু করা জীবনের একটা সৌভাগ্যের ব্যাপার।

এখানে উপস্থিত অনেকে হয়তো প্রথমবারের মতো মসজিদ নির্মাণকাজের শুরুতে সমবেত হয়েছেন।

সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ মসজিদ যেটা হয় সেটা আজীবনের জন্য থাকবে। কিন্তু আপনার বাড়ির ৫০ বছরেরও গ্যারান্টি নেই। যেকোনো সময় বিক্রি হয়ে যেতে পারে।

শায়খ আহমাদুল্লাহ আরো বলেন, ‘এই ব্লকে মসজিদ নির্মাণে কর্তৃপক্ষ (বসুন্ধরা গ্রুপ) অনেক সহযোগিতা করেছে এবং করছে। আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলভমেন্ট (প্রাইভেট) লিমিটেডের (ইডব্লিউপিডি) সিনিয়র জিএম এম এ হোসেন ও এজিএম সিদ্দিকুর রহমান লিটন এবং বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও), মসজিদ নির্মাণ কমিটির সভাপতি শাহ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ও ক্যাশিয়ার শামসুল আলম প্রমুখ। এ ছাড়া এখানকার বাসিন্দা মাকসুদুর রহমান, কামরুল ইসলাম, ড. ফেরদৌস ওয়াহিদ, মজিবুর রহমান ও জহির রহমান কাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণ কমিটির সদস্যরা জানান, এখানে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বর্তমানে উন্নতমানের টিনশেড একটি মসজিদ নির্মাণ হবে।

মসজিদটি প্রস্তাবিত ডিজাইনে কমপ্লিট করতে প্রায় ৭০ লাখ টাকার প্রয়োজন হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁরা হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতির আদেশে গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথ পাঠ করাবেন।

 

মন্তব্য

শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

ঈদুল ফিতরের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। গতকাল সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সংক্রান্ত দলিল স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন আইজিপি বাহারুল আলম।

অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ।

মন্তব্য
সংক্ষিপ্ত

ঢাবির বিজ্ঞান ইউনিটে ফেল ৯৪% শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবির বিজ্ঞান ইউনিটে ফেল ৯৪% শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার মাত্র ৫.৯৩ শতাংশ। গতকাল রাত ৮টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর মধ্যে সাত হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

 

মন্তব্য
আমীর খসরু

নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের শত্রু। কারণ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

গতকাল সোমবার রাজধানীর পিজি হাসপাতাল অডিটরিয়ামে ঢাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে আমীর খসরু এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, শেখ হাসিনা পেশিশক্তি, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেননি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছেন। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ