<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেপ্তার দুজন হলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজ (৭৩) ও বাড্ডার ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজান (৬৫)। সিরাজুল ইসলামকে চকবাজার থানা এলাকা থেকে এবং মিজানকে বাড্ডা ইউসুফ স্কুলসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চকবাজার থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে বাড্ডা থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নস্যাৎ করার উদ্দেশ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলিতে এমদাদুল নামে একজন মারা যান। এমদাদুলের চাচাতো ভাইয়ের  অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>