<p>কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ দলীয় আলোচিত সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজাসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে।</p> <p>শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশের কয়েকটি দল।</p> <p>গ্রেপ্তাররা হলেন- চকরিযা-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমের ভাতিজা ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে ঠিকাদার তৌহিদুল ইসলাম কাজল (৫২), ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার জাকের আহমদের ছেলে ছদর আমিন (২৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের শফিউল আলমের ছেলে আবদুল হালিম বোখারী (২৫), ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রংমহল এলাকার নুরুল আলমের ছেলে কামাল উদ্দিন ওরফে বিন্ডি কামাল (৩৫), ফাঁশিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার আলী হোসাইনের ছেলে নবী হোসাইন (৪৯) ও খুটাখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার ছৈয়দুল হকের ছেলে মোহাম্মদ আলী (৩৫)।</p> <p>চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে তৌহিদুল ইসলাম কাজল, ছদর আমিন, আবদুল হালিমকে হত্যা ও কামাল উদ্দিনকে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার হত্যা মামলায়, নবী হোসাইন একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও মোহাম্মদ আলীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।</p>