<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় অবস্থিত মৌসুমি ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান কিউট কেমিক্যাল কম্পানির শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকা থেকে লাঙ্গলবন্দ সেতুর উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার এপেক্স ল্যাঞ্জারি লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করেছেন। গতকাল বিকেলে হাজিরা বোনাসের দাবিতে এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার এপেক্স ল্যাঞ্জারি লিমিটেড নামের পোশাক তৈরি কারখানায় শ্রমিকরা হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বিকেল ৪টার দিকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে কারখানার নিরাপত্তা গেট, সিসিটিভিসহ আসবাব ভাঙচুর করেন।</span></span></p> <p style="text-align:left"> </p>