<p>টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকায় স্বামীর সঙ্গে অভিমান গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া জরিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। ঘটনার ৮ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (২৬ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি মারা যান। </p> <p>নিহত জরিনা বেগম টঙ্গীর বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকার রুহুল আমিনের স্ত্রী।</p> <p>নিহতের ভাই আবুল কালামের দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, জরিনা বেগম স্বামীর সঙ্গে তিন মেয়ে নিয়ে বসবাস করতেন। গত ১৮ অক্টোবর বেলা ১২টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে জরিনা বেগম নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা চলার পর শনিবার ভোরে ভিকটিম মারা যায়।</p> <p>এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে সংবাদের সততা নিশ্চিত করে বলেন, ঢাকার শাহবাগ থানার তত্ত্বাবধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হলে দাফন করা হবে। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। </p>