<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের গত দুই দিনে এক কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসংক্রান্ত দুই হাজার ৯৫৭টি মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে দুই হাজার ৯৫৭টি মামলা করেছে। এ সময়ে জরিমানা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা। এ ছাড়া দুই দিনে অভিযানকালে ১২১টি গাড়ি ডাম্পিং এবং ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। </span></span></span></span></span></p>