<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ চেকপোস্টে তিনটি হনুমান উদ্ধার করা হয়েছে। এ সময় মো. নজরুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হনুমান বহনে ব্যবহার করা একটি গাড়ি জব্দ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নজরুলের (৩৫) গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। এই ঘটনায় ঢাকার শাহ আলী থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উদ্ধার করা হনুমান তিনটি বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহ আলী থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে তল্লাশি চালায়। রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। এ সময় গাড়িটি থামিয়ে চেক করলে সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি বন্য প্রাণী হনুমান দেখতে পায় তারা। তখন ওই গাড়ির চালক মো. নজরুলকে হনুমান তিনটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নজরুল এ সম্পর্কে পুলিশকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নজরুল মিরপুর-১১ নম্বর এলাকার মাহিম অ্যাকুয়ারিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে চুয়াডাঙ্গার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য হনুমান তিনটি নিয়ে যাচ্ছিলেন। তিনি সঙ্ঘবদ্ধ প্রাণী পাচারকারী চক্রের সদস্য। বন্য প্রাণী তিনটি কালোবাজারির মাধ্যমে পাচারের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে শাহ আলী থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাদ্যের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান : পিরোজপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জেলা শহরে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। গতকাল শনিবার শহরের বিভিন্ন গাছে, দোকানের সামনে, ঘরের চালে, বাড়ির সীমানাপ্রাচীরে হনুমানটিকে ঘুরতে দেখা গেছে। হনুমানটি দেখতে সেখানে ভিড় করছে উত্সুক জনতা। কেউ কেউ আবার দোকান থেকে খাবারও কিনে দিচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকালে জেলা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় হনুমানটি দেখা যায়। হনুমানটি কারো কোনো ক্ষতি করছে না। শান্ত প্রকৃতির হনুমানটি স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। শহরের বাইপাস সড়ক, কৃষ্ণচূড়া মোড়, সিআইপাড়া, সিও অফিস মোড় এলাকায় প্রায়ই হনুমানের দেখা মেলে। বন্য প্রাণী প্রেমীদের ধারণা, যশোরের কেশবপুর বা অন্য কোথাও থেকে কলা কিংবা সবজিবোঝাই ট্রাকে চড়ে খাবারের খোঁজে দলছুট হয়ে পিরোজপুরে চলে এসেছে হনুমানটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দোকানদার সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইদী ফাউন্ডেশন এলাকায় কয়েক দিন ধরে একটি পুরুষ হনুমান দেখা যাচ্ছে। স্থানীয় লোকজনের দেওয়া খাবার খেতে মূলত এরা এখানে আসে। আমার দোকানের সামনে এলে অনেকেই দোকান থেকে রুটি-কলা কিনে হনুমানটিকে দেয়। আমিও হনুমানটিকে দেখলে খাবার দিই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>