<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে যাত্রা শুরু করল ১০০ শয্যা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ সময় তিনি বলেন, দেশে হার্টের অপারেশনের ৯৫ শতাংশই হয় ঢাকায়, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালে ১০০ শয্যার পাশাপাশি রয়েছে আট শয্যার আইসিইউ ও  ১৪ শয্যার সিসিইউ এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক। যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন।</span></span></span></span></span></p>