<p style="text-align:justify">পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে কাগজের খেলনা নৌকা ভাসানোর সময় স্রোতে ভেসে গেছে হুজাইফা (৫) নামে এক শিশু। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পৌরশহরের সওদাগর পাড়া নদী ঘাটে এই ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">এদিন বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন। হুজাইফা ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর জেলে।</p> <p style="text-align:justify">জানা যায়, শিশু হুজাইফা কয়েকদিন আগে পাবনা জেলার ভাঙ্গুড়া পৌর শহরের সওদাগর পাড়া মহল্লায় নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে কাগজের খেলনা নৌকা তৈরি করে নদীতে ভাসাতে যায়। এসময় হুজাইফা নদীর মধ্যে নেমে যায়। এক পর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় হুজাইফা। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা আসলেও হুজাইফাকে আর উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তবে তারা বিকাল পর্যন্ত শিশুটিকে খুঁজে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকেন। </p> <p style="text-align:justify">ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে খুঁজে পায়নি। তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাজশাহী থেকে এসে উদ্ধার কাজ চালাবে।</p>