<p>সারা দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন দেশে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। তবে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, মৌসুমের স্বাভাবিক নিয়মেই মাঝেমধ্যে কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া শীতের আমেজকেই স্মরণ করিয়ে দিচ্ছে। মধ্য নভেম্বরের পর থেকে পুরোপুরি শীতের অনুভূতি বাড়তে পারে।</p> <p>বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ সময় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়নি। এতে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।</p> <p>আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, শীতের আগে সাধারণত দেশজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। কখনো সামান্য বৃষ্টি আবার কখনো অস্থায়ী মেঘলা আকাশ দেখা যায়। আগামী সপ্তাহজুড়ে এই আবহাওয়া বিরাজ করবে। তবে নভেম্বরের ১৫ তারিখের পর ক্রমে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। স্থানভেদে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানেই কুয়াশার আধিক্য দেখা যেতে পারে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১৯ ডিগ্রি সেলসিয়াস।</p>