<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হয়েছে, সেই মুখোশ উন্মোচিত করে রাখতে হবে। আবার যেন মুখোশধারী হয়ে আওয়ামী লীগ এই অন্তর্বর্তী সরকারকে কবজা করতে না পারে, গণতন্ত্রবিরোধী কোনো কর্মকাণ্ড করতে না পারে, আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ জন্য মুক্তিকামী ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মঈন খান এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ উদ্যোগ নেয়। মঈন খান হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ নেন ও ৫১ জনকে আর্থিক সহায়তা দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে মঈন খান বলেন, আওয়ামী লীগ নাকি বিএনপির সঙ্গে একত্রে কাজ করতে চায়, এমন কথা হাস্যকর। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের আন্দোলন শেষ হয়নি। আন্দোলনের প্রথম ধাপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে।</span></span></span></span></span></p>