<p>সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী যেকোনো ব্যক্তি বা সংগঠন তাদের পরামর্শ, মতামত ও প্রস্তাব দিতে পারবেন। এ জন্য ওয়েবসাইট চালু করেছে সংবিধান সংস্কার কমিশন। এতে নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।</p> <p>কমিশন এ বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে গণামধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, মোবাইলে এসএমএসও পাঠানো হচ্ছে।</p> <p>এসএমএসে বলা হয়েছে, 'সংবিধান সংস্কার বিষয়ে আপনার মতামত জানাতে ভিজিট করুন https://feedback.legislativediv.gov.bd/। মতামত জানানো যাবে ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।'</p> <p><strong>যেভাবে মতামত দিবেন</strong></p> <p>সংবিধান সংস্কার কমিশনের <a href="https://feedback.legislativediv.gov.bd/" target="_blank">ওয়েবসাইটে</a> গিয়ে প্রথমে নামের ঘরে আপনার নাম লিখুন। এরপর ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে বিষয়ের ঘরে বিষয়টি উল্লেখ করুন। মনে রাখবেন, এখানে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে মতামত দিতে হবে। বিস্তারিত মতামত লিখতে চাইলে 'বিস্তারিত' ঘরে ২০০০ শব্দ পর্যন্ত লিখতে পারবেন।</p> <p>এছাড়া, ইচ্ছা করলে পিডিএফ, জেপিজি, পিএনজি বা জেপিইজি ফাইলও এটাচ করতে পারবেন। এরপর রিক্যাপচা বক্সে 'আই এম নট আ রোবট' অপশনে টিক দিয়ে মতামত জমা দেওয়ার জন্য 'মতামত' বাটনে ক্লিক করুন।</p> <p>যদি নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চান, তবে নামের ঘরের উপরে 'নাম প্রকাশে অনুচ্ছুক' বক্সে টিক দিয়ে সরাসরি বিষয় ও বিস্তারিত ঘরে মতামত লিখে জমা দিতে পারবেন।</p> <p>দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে সরকার। ইতিমধ্যে কাজ শুরু করেছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন।</p>